Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনের মৃত্যু, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ১৭:৫৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ যাত্রী। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, সকালে পদ্মাসেতু হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলো ঢোলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে সকাল ৭টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালি পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়।

এসময় দ্রুতগতির বাসটি সড়কে ব্যারিকেড ও আইল্যান্ডে সজোরো ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মুমূর্ষু অবস্থায় ৩ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ২ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক।

অন্যরা স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসইএইচটি/এমও

বাস মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর