মিধিলির প্রভাবে বৃষ্টি থাকবে রাতেও
১৭ নভেম্বর ২০২৩ ১৬:১৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৬:৫৮
ঢাকা: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ ভোর থেকেই সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সারাদিন দেশের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ, কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সারা দেশে আজ (শুক্রবার) দিন ও রাতে টানা বৃষ্টি থাকবে। কাল ঢাকায় বৃষ্টিপাত কমবে, তবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।
সারাবাংলা/আরএফ/একে
ঘূর্ণিঝড় আপডেট ঘূর্ণিঝড় মিধিলি জলোচ্ছ্বাস টপ নিউজ বৃষ্টি মিধিলি মিধিলি আপডেট