টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত
১৭ নভেম্বর ২০২৩ ১০:০০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৫:৩৮
কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকার আনোয়ারা বেগম, তার ছেলে শাহিদুল মোস্তফা, মেয়ে নিলুফা ইয়াছমিন ও সাদিয়া।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত মাটির ঘরটি নির্মাণ কাজ চলছিল। কাঁচা হওয়ায় বৃষ্টির পানি পড়তেই দেয়াল ধসে পড়ে। এতে পরিবারের সদস্যরা ঘুমন্ত থাকায় মৃত্যু হয়।
স্থানীয় হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ভারী বর্ষণের কারণে হ্নীলার মরিচ্যাঘোনা এলাকায় মো. ফকিরের বসবাসরত মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে মা-মেয়ে ও ছেলেসহ ওই পরিবারের চার জন নিহত হয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, দেওয়াল চাপায় একই পরিবারের নিহত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, মর্মান্তিক এ ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবাকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
সারাবাংলা/ওএফএইচ/এনএস