Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাতলায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ২৩:৪৫

বগুড়া: জেলার সোনাতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহাবুল সরকার (৩৫) নামে যুবদল এক নেতা নিহত হয়েছেন। তিনি যুবদল সোনতলা পৌর শাখার ৮ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক ছিলেন। যুবদলের এই নেতা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পৌর এলাকার রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও দলীয় সুত্র জানায়, শাহাবুল সোনতলা-জুমার বাড়ি সড়কে দলীয় অবরোধ কর্মসূচিতে অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে পৌর এলাকার রেলগেট এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তকব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক চালকও আহত হন। তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

সোনাতলা থানার ওসি জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়ছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

সারাবাংলা/পিটিএম

যুবদল নেতা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর