Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবপুরে মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ২৩:২০

নরসিংদী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নিয়ে আমাল হোসেন ভূইয়া (৪৩) নামে এক নেতার মৃত্যু হয়েছে। মিছিলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আমাল ভূইয়া উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে। সে উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির।

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন আমাল। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/পিটিএম

মিছিল মৃত্যু শিবপুর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর