Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ২৩:১৫

ঢাকা: প্যারিসে অনুষ্ঠিত ৪২তম সাধারণ সম্মেলনে ২০২৩-২০২৭ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ নির্বাচনে মোট ১৮১টি দেশের মধ্যে ১৪৪টি দেশ বাংলাদেশকে ভোট দেয়।

বুধবার (১৫ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত দেড় বছরে ইউনেস্কোতে এটি তৃতীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়লাভ করল বাংলাদেশ। এর আগে, বাংলাদেশ চলতি বছরের জুন মাসে আন্তঃসরকারি সমুদ্রবিজ্ঞান কমিশনের নির্বাহী পরিষদে এবং ২০২২ সালের জুলাই মাসে আন্তঃসরকারি কমিটি ফর সেফগার্ডিং অফ দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজে নির্বাচিত হয়েছিল।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘ইউনেস্কোতে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে আমাদের গভীর সম্পৃক্ততা এবং কূটনৈতিক অগ্রগতির ফল।’

এছাড়া, বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউনেস্কোর সব সদস্য রাষ্ট্রের তিনি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাবাংলা/আইই/একে

ইউনেস্কো নির্বাহী বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর