Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানালার গ্রিল কেটে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ৭ লাখ টাকা চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ২১:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজন ভাসমান চোর। তালাবদ্ধ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে রাতের আঁধারে তারা চুরি সংঘটিত করে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে দুজনকে সদরঘাট থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলো- মো. হাসান (১৯) ও আনোয়ার হোসেন (২০)। তাদের বাসা পশ্চিম মাদারবাড়ি এলাকায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীর রাতে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে আলী এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে খালাস হওয়া আমদানি পণ্য গুদামজাত করার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এ ঘটনায় বুধবার সদরঘাট থানায় মামলা দায়ের হয়।

প্রতিষ্ঠানের মালিক আলী নেওয়াজ সারাবাংলাকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা অফিস বন্ধ করে চলে যাই। বুধবার সকালে আমার স্টাফ মনির হোসেন অফিসে এসে দেখেন, ফাইলপত্র মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। অফিসের স্টিলের আলমিরা ও টেবিলের ড্রয়ারের তালা ভাঙ্গা অবস্থায় আছে। খবর পেয়ে আমি অফিসে গিয়ে দেখি, উত্তরের জানালার গ্রিল কাটা। হিসেব করে দেখি, নগদ সাত লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ পাবার পর আমরা তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে দুই চোরকে শনাক্ত করি। পরবর্তীতে তাদের সঠিক অবস্থান জেনে অভিযান চালিয়ে গ্রেফতার করি। হাসানের বাসা থেকে ৬০ হাজার টাকা এবং আনোয়ারের বাসা থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করি। উভয়েই স্বীকার করেছে, সেগুলো তারা আলী এন্টারপ্রাইজ থেকে চুরি করে বাসায় রেখেছিল।’

বিজ্ঞাপন

গ্রেফতারের দুজনের বিষয়ে তিনি বলেন, ‘এদের দৃশ্যমান কোনো আয় নেই। পশ্চিম মাদারবাড়ি, মাঝিরঘাটসহ আশপাশের এলাকায় ভাসমানভাবে ঘোরাফেরা করে। কিন্তু দুজনই গ্রিল কেটে চুরির বিষয়ে পারদর্শী। তারা সন্ধ্যার পর এসব এলাকায় ঘুরে ঘুরে দেখে। এরপর সুযোগ বুঝে গভীর রাতে লোহার জানালা কিংবা দরোজার গ্রিল কেটে ভেতরে ঢুকে চুরি সংঘটিত করে। ৫-১০ মিনিট সময় পেলেই তারা গ্রিল কেটে ভেতরে ঢুকে চুরি সংঘটিত করে পালিয়ে যেতে সক্ষম হয়।’

এসআই অর্ণব জানান, গ্রেফতার হাসানের বিরুদ্ধে ডবলমুরিং ও সদরঘাট থানায় আগের দুটি এবং আনোয়ারের বিরুদ্ধে সদরঘাট থানায় তিনটি চুরির মামলা আছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম শরীফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। তারা চুরির দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

সারাবাংলা/আরডি/একে

গ্রিল চুরি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর