Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটভুক্ত দলের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবেন প্রার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ২০:১১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ০৯:২৩

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট হলে, সেই জোটভুক্ত দলগুলোর যেকোনো একটির প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন প্রার্থীরা। আর এ ক্ষেত্রে জোটকে নির্বাচনের তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক মো. শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। The Representation of the People Order, 1972 এর Article- 20 এর Clause (1) এর sub-clause (a) এর বিধান অনুসারে – নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনি জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে।

এতে আরও বলা হয়েছ, এরূপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনি তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের বিধান রয়েছে।

এদিকে, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় নির্বাচনি জোটের প্রতীকের জন্য পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য বলা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ইসি জোটভুক্ত দল নির্বাচন প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর