Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৭:৫৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৮:১৬

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ অন্য শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পারভেজ পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে মিরাজ (৪) ও মেয়ে রুকাইয়া (৩) পুকুর পারে খেলতে থাকা অবস্থায় পানিতে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে। কিন্তু দুজনের মধ্যে মিরাজকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর রুকাইয়াকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/পিটিএম

পুকুর ফুলছড়ি মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর