চন্দ্রায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
১৬ নভেম্বর ২০২৩ ১৭:১৩
গাজীপুর: জেলার কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এনডিই কোম্পানির মিক্সচার মেশিনবাহী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের উপজেলার চন্দ্রা পল্লি বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন মারা যায়। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।’
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সারাবাংলা/পিটিএম