তারাকান্দায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
১৬ নভেম্বর ২০২৩ ১৬:৫৯
ময়মনসিংহ: জেলার তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা দু’জনই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তারাকান্দার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দক্ষিণ বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ফুলপুর বওলা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মুরাদ (৪০) ও তার সঙ্গী একই এলাকার মোহাম্মদ (৫০)।
ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ দুপুর সোয়া ১টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ এলাকায় ফুলপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/পিটিএম