রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক বাম গণতান্ত্রিক জোটের
১৬ নভেম্বর ২০২৩ ১২:১২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৪৭
ঢাকা: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তদারকি সরকার গঠন এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট আগামী রোববার (১৯ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে তারা। এর পাশাপাশি সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে লাগাতার বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় হরতাল চলাকালীন রাজধানীর পুরানা পল্টন মোড়ে মিছিল পরবর্তী এক সমাবেশে বাম জোটের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবি নেতা আব্দুল্লাহ আল-কাফি রতন, মিহির ঘোষসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা পল্টন, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড় এবং তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করে। এ সময় তাদের মিছিল যানজটে আটকা পড়ে যায়। মিছিল নিয়ে সামনে এগুতে বেগ পেতে হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স বলেছেন, সরকার ইচ্ছা করেই মালিক পরিবহনের নেতাদের দিয়ে রাস্তায় গাড়ি নামিয়ে দিয়েছে। গাড়িতে কোনো যাত্রী নেই। এ সময় কয়েকটি বিআরটিসি বাস যাত্রী ছাড়া বিজয়নগর সড়ক ধরে গুলিস্তানের দিকে যাচ্ছিল।
সারাবাংলা/এএইচএইচ/আইই