Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১০:৫২

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে কয়েকজন যুবককে বাসটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। এর কিছু সময় পর বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে পারেনি।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ তদন্ত করে দেখবে। ঘটনায় সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর