দুর্বৃত্তদের হামলায় ৪ পুলিশ আহত
১৫ নভেম্বর ২০২৩ ২২:১৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ০২:২১
রাজশাহী: রাজশাহীতে দায়িত্ব পালনের সময় টহলরত পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। হামলাকারীদেরও তথ্য দিতে পারেনি পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর সপুরা কবরস্থানের উত্তর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভাঙচুর হওয়া ‘রাইসা মনি এন্টারপ্রাইজ’ নামের ওই হিউম্যান হলারের চালক মাইনুল জানান, তার গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে সামনের ও দুই জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিসিক ফাঁড়িতে নেওয়া হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, তাদের টহল গাড়িতে হামলা চলানো হয়েছে। এতে গাড়ির কাঁচ ভেঙে গেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী কারা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর