চট্টগ্রামে ২ যাত্রীবাহী বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৩ ০১:২৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ০১:৫৪
চট্টগ্রাম ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম নগরীতে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ নভেম্বর) রাতে ওয়াসার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে জানান, বুধবার রাত ১১টার দিকে ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী লোকাল বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
এর আগে সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল।
এদিকে তফসিল ঘোষণার পর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাবের একাধিক টিম আলাদাভাবে টহল দেয়। নগরীতে যানবাহন চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক আছে।
সারাবাংলা/আইসি/টিআর