Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অসাংবিধানিক পথে সরকার সরানোর চেষ্টা করলে মৃত্যুদণ্ড হতে পারে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ০০:১৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ০১:৩৫

ঢাকা: কোনো দেশি বা বিদেশি ব্যক্তি অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদণ্ডেও দণ্ডিত হতে পারেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদের ১ ও ২ দফা এবং ৭ক অনুচ্ছেদের ১ দফার ক, খ, ২ দফার ক ও খ উপদফা অনুযায়ী এ ধরনের তৎপরতা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচিত হতে পারে। এ তৎপরতার সহযোগী বা উসকানিদাতারাও একই অপরাধে অপরাধী হবেন। শুধু তাই নয়, এ ধরনের তৎপরতা অনুমোদন, সমর্থন বা অনুসমর্থন করলেও সেটি একই অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৪২টি রাস্তা ও তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, সংবিধানের ৭ক অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী ওই অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবেন। সুতরাং নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে বলপ্রয়োগ করে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের যেকোনো চেষ্টার সঙ্গে দেশি বা বিদেশি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করলে তিনি বা তারা বাংলাদেশের প্রচলিত আইন থেকে কেউ রেহাই পাবেন না।

স্বপন বলেন, যেকোনো দেশি বা বিদেশি ব্যক্তি অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন। বাংলাদেশ কোনোভাবেই আফগানিস্তান, ইরাক বা ফিলিস্তিন নয়। এই দেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বদেশ।

বিজ্ঞাপন

কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন, কালাই উপজেলার ইউএনও জান্নাত আরা তিথি, ক্ষেতলালের ইউএনও নুসরাত জাহান বন্যা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা, মোকছেদ আলী মাস্টার, অধ্যক্ষ মোকছেদ আলী, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম চেয়ারম্যান, মেয়র সিরাজুল ইসলাম, মেয়র রাবেয়া খাতুন, মেয়র শহীদুল আলম প্রমুখ।

সারাবাংলা/এনআর/টিআর

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর