Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডরের ১৬ বছর: জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবি

লোকাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ২০:১০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ০০:৪৪

ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোংলায় মানববন্ধন। ছবি: সারাবাংলা

মোংলা (বাগেরহাট): ১৬ বছর আগে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলের ঘরবাড়ি। বেসরকারি হিসাবে প্রাণহানি হয় প্রায় ছয় হাজার মানুষের। দুমড়ে-মুচড়ে পড়ে সুন্দরবনের গাছপালা। পানিতে ভাসতে থাকে বাঘ-হরিণসহ বন্যপ্রাণী। এরকম বড় বড় ঘূর্ণিঝড়ের পেছনে অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা। তাই পৃথিবীকে বাঁচাতে উষ্ণায়ন রোধে জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) সকালে মোংলার চিলা পশুর নদীর পাড়ে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ১৬ বছর পূর্ণ হওয়ার দিকে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, আব্দুর রশিদ হাওালাদার, মারিয়া মাঝি, ক্রিস্টিনা আদিত্য প্রমুখ।

সমাবেশে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তথাকথিত উন্নত বিশ্বের কাছে আমরা ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।

এদিকে সিডর স্মরণে বুধবার সকাল ১০টায় মোংলার দক্ষিণ কাইনমারিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভের (বিপিআই) আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সংগঠক জলবায়ুযোদ্ধা কমলা সরকার। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সদস্য পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সংগঠক পরিবেশযোদ্ধা হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার তন্বী মন্ডল, জেলে সমিতির নেতা মো. নূর ইসলাম, প্রদীপ সরকার প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা উপকূলজুড়ে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। উপকূলের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানান তারা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঘূর্ণিঝড়, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততাসহ নানাবিধ রোগ-ব্যাধি মোকাবিলায় উপকূলবাসীর পাশে থাকার জন্য সরকারি-বেসরকারি সংস্থা ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ঘূর্ণিঝড় সিডর সিডর সিডরের ১৬ বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর