৭ জানুয়ারি ফাইনাল খেলায় জিতবে আওয়ামী লীগ
১৫ নভেম্বর ২০২৩ ২৩:৩৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১০:৫৪
ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। বাংলাদেশ ছাত্রলীগের নেতারা বলছেন, ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল জিতে গেছে আওয়ামী লীগ। এখন সেমিফাইনাল চলছে। আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলায়ও জিতে যাবে আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মিছিল পরবর্তী এক সমাবেশে ছাত্রলীগ নেতারা এসব কথা বলেন। এর আগে, তফসিলকে স্বাগত জানিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে সংগঠনটি।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে সংগঠনটি। গ্রামেগঞ্জে তরুণ-বৃদ্ধের কাছে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোট চাইতে আহ্বান জানান ছাত্রলীগের শীর্ষ নেতারা।
সমাবেশ থেকে বিএনপির উদ্দেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘কোনো চিঠি, ফোনকল, কাজে আসেনি। ৭ তারিখের আগে আগুনসন্ত্রাস করলে, ভাগ্য নিয়ে ছিনিমিনি করলে ছাত্রসমাজ তার জবাব দেবে।’
সাদ্দাম হোসেন বলেন, ‘তফসিল ঘোষণার আগে কত নাটক করা হলো। কত ষড়যন্ত্র করা হলো। বাংলাদেশ যে বিদেশি শক্তির পরোয়া করে না এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তারই প্রমাণ।’
তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ভিডিও বার্তা দিচ্ছে তাদের জন্য রাজপথ নয়। তাদের জন্য আছে ভিডিও গেমস।। তারা ক্ল্যাশ অব ক্ল্যান্স খেলবে, কল অক ডিইউটি খেলবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কথার উপর নির্ভর করে না। পারফরম্যান্সে বিশ্বাস করে। আমাদের দেশে ডিজিটাল বিপ্লব হয়েছে, আমাদের ক্রয়ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে।’
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘আমরা অতীতে অনেক মায়াকান্না দেখেছি। তফসিল হওয়ার পরও বিভিন্ন গোষ্ঠী নানা ধরনের চক্রান্ত করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করে। তারা কখনও সফল হয়নি। আগামী ৭ জানুয়ারিই নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘ফুটবলে ব্রাজিল এবং ক্রিকেটে অস্ট্রেলিয়া যেমন পাঁচবার করে বিশ্বকাপ জিতেছে, শেখ হাসিনাও আগামী ৭ জানুয়ারির নির্বাচনে পঞ্চমবারের মতো জয়লাভ করবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিদেশি শক্তিরা সেই পথ রোধ করার চেষ্টা করেছে। শতবাধা উপেক্ষা করে আজ তফসিল ঘোষণা করা হয়েছে।’
সৈকত বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া নামমাত্র গণতন্ত্র চালু করেছিলেন। তখন হ্যাঁ আর না ভোট চলতো। এরশাদও একই কাজ করেছেন। বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন।’
সৈকতের দাবি— ‘আওয়ামী লীগ কোয়ার্টার ফাইনাল জিতে গেছে। এখন সেমিফাইনালের খেলা চলছে। আগামী ৭ জানুয়ারি জনগণকে সঙ্গে নিয়ে ফাইনাল খেলায়ও জিতে যাবে আওয়ামী লীগ।’
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাগর আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুন্ড প্রমুখ।
সারাবাংলা/আরআইআর/পিটিএম