Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনে ডিসি রিটার্নিং কর্মকর্তা, ইউএনও থাকছেন সহকারী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ২৩:০০

ঢাকা: আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। সেইসঙ্গে নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও ঢাকা ও চট্রগ্রাম মহানগরী এলাকায় বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

আগামী সংসদ রিটার্নিং কর্মকর্তা কারা হবেন? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার থাকবেন। যার মধ্যে ঢাকা ও চট্রগ্রাম মহানগরীর জন্য থাকবেন বিভাগীয় কমিশনাররা। এছাড়া ৬৪টি জেলায় ৬৪ জন জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের ৪৯৫টি উপজেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসাররা আগামী নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও মহনগর ও ক্যান্টনমেন্ট এলাকায় যেসব উপজেলায় একাধিক নির্বাচনি আসনে বিভক্ত হয়েছে, সেখানে ভিন্ন ভিন্ন কর্মকর্তারা সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ৪৯৫ জন, থানা নির্বাচন অফিসার ৫৬ জন, উপপরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৪ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ৮ জন, জোনাল এক্সিকিউটিভ অফিসার (সিটি কর্পোরেশন) ১১ জন এবং ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ২২ জন, সহকারী কমিশনার ভূমি দুই জন এবং সার্কেল অফিসার (উন্নয়ন) এক জন। এরা সংসদ নির্বাচনে বিভিন্ন সহায়ক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ইউএনও ডিসি রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর