Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পণ্যবাহী ট্রাকে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ২০:৫৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ডাকা চলমান অবরোধের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম নগরীতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে চাল, ডালসহ বিভিন্ন ভোগ্যপণ্য ছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলমের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে বলেন, ‘ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

এর আগে, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

তফসিল ঘোষণার পর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাবের একাধিক টিম আলাদাভাবে টহল দেয়। নগরীতে যানবাহন চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথমদিনে চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে বুধবার দুপুরে আগ্রাবাদে, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আব্দুল মান্নানের নেতৃত্বে বাকলিয়া এক্সেস রোডে, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপনের নেতৃত্বে লালখান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া জালালাবাদ বালুছড়া, সাগরিকা, কাজীর দেউড়ি, বহদ্দারহাটে মিছিল হয়েছে।

বিজ্ঞাপন

নগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা নেতা ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘অবরোধকে কেন্দ্র করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আরো ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পাহাড়তলী থানায় এবং বুধবার কোতোয়ালী থানায় আরও দুটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে মহানগরে অবরোধকে কেন্দ্র করে মোট ১৮টি মামলা দায়ের হয়েছে।’

সারাবাংলা/আরডি/এনইউ

আগুন চট্টগ্রাম ট্রাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর