নৌকার মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৭ নভেম্বর
১৫ নভেম্বর ২০২৩ ২০:৪৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২২:০৫
ঢাকা: আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু করবে টানা মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দান কার্যক্রম উদ্বোধন হবে। এরপর দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নৌকার ফরম সংগ্রহ করতে পারবেন।
বুধবার (১৫ নভেম্বর) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে, জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ১৭ তারিখে আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা অফিসে অনুষ্ঠিত হবে। আর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিও শুরু হবে ওই দিন। আমাদের নেত্রীর (শেখ হাসিনা) ফরম কেনার মধ্য দিয়ে এর উদ্বোধন হবে। আমাদের কার্যালয়ের নির্দিষ্ট স্থানে আলাদা আলাদা বুথ করা হবে প্রতিটি বিভাগের জন্য। নেত্রী উদ্বোধনের পর সকলের জন্য মনোনয়নপত্র বিক্রি ও জমাদান প্রক্রিয়া শুরু হবে।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। মনোনয়ন ফরম বিক্রি ও জমা দিতে সেখানে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দু’টি করে এবং বাকি ছয়টি বিভাগের জন্য একটি করে মোট ১০টি বুথ স্থাপন করা হবে। পাশাপাশি এবারই প্রথম অনলাইনে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়াও চালু করছে আওয়ামী লীগ। ৫০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে, বুধবার সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। ওই দিন থেকেই তারা প্রচার শুরু করতে পারবেন। প্রচারণা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রচার শুরুর ২০ দিন পর ৭ জানুয়ারি ভোট নেওয়া হবে।
সারাবাংলা/এনআর/পিটিএম