‘তফসিল ঘোষণা হলেও নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি’
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ২০:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২১:৪৬
১৫ নভেম্বর ২০২৩ ২০:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২১:৪৬
ঢাকা: তফসিল ঘোষণা হলেও এখনও নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার মতো প্রস্তুতি আমাদের রয়েছে। তবে আমরা দেখব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে কিনা। নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা।
তিনি বলেন, আমরা মনে করি এখনও নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। পরিবেশ তৈরি হলে অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।
সারাবাংলা/এএইচএইচ/এনইউ