Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে ইইউ’র পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৭:৩৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৮:৩৭

ঢাকা: চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে এনে নিজস্ব উৎপাদনে বৈচিত্র্য আনতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি তৈরি পোশাক খাতের ওপর থেকেও নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকের সময় এই পরামর্শ দেয় ইইউ’র প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘তাদের পরামর্শ ছিল- আপনারা (বাংলাদেশ) আরএমজি খাতের ওপর অনেকখানি ডিপেন্ডডেন্ট, অন্যান্য সোর্সগুলোতেও আপনারা চেষ্টা করেন। উৎপাদনে বৈচিত্র্য এলে বাংলাদেশের জন্য যেমন ভালো হবে, তেমনি ইউরোপীয় ইউনিয়নের জন্যও ভালো হবে। চায়না থেকে ডিপেন্ডেনসিটা একটু শিফট করতে চাই।’

তিনি বলেন, ‘জিএসপি নিয়ে কথা হয়েছে। এটি নিয়ে এর আগে তারা বিভিন্ন জায়গায় কথা বলেছেন। এগুলো নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পর্যবেক্ষণ নিয়েও কথা হয়েছে। এর বাইরে বাকি কিছু থাকলেও তা নিয়ে কাজ চলছে।’

শ্রমিক আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতি নিয়ে কোনো আলোচনা ছিল না।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ইইউ চীন নির্ভরশীলতা পরামর্শ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর