Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল নিয়ে কমিশনের বৈঠক চলছে, ব্রিফিং সাড়ে ৭টায়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৭:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৯:১৬

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঠিক করতে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষে জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে বসে আউয়াল কমিশন। বিকেল ৫টা ২৫ মিনিটে নামাজের জন্য বিরতি দেওয়া হয়।

এ সময় ইসি সচিব জাহাংগীর আলম বের হয়ে সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেস ব্রিফিং করা হবে।

বিজ্ঞাপন

ভোটগ্রহণের কয়েকটি তারিখ নিয়ে বৈঠক চলছে। এসব তারিখ থেকেই নির্ধারণ করা হবে ভোটগ্রহণ কবে হবে। এছাড়া নির্বাচন কমিশনের এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে।

বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ লক্ষ্যে চার পৃষ্ঠার একটি ভাষণও প্রস্তুত করা হয়েছে।

কমিশন বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত আছেন।

# তফসিল ঘোষণা করতে বৈঠকে সিইসিসহ কমিশনাররা

সারাবাংলা/জিএস/এনইউ

তফসিল নির্বাচন কমিশন বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর