Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৪:৫০

রাঙ্গামাটি: বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় নিচে পড়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. আইয়ুব হেলাল (৩৫) রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাহায্যকারী পোস্টে কর্মরত ছিলেন। হেলাল বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে একটি টিম ট্রান্সফর্মারে কাজ করে বিদ্যুৎ সরবরাহ লাইন স্বাভাবিক করতে আসে। তখন লাইনটি ঠিক করতে হেলাল উদ্দিন বৈদ্যুতিক খুঁটিতে উঠেন। তার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে তিনি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

এলাকাবাসী ধারণা, তিনি বৈদ্যুতিক শর্টের কারণে খুঁটি থেকে পড়ে যায়।

রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দীন জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে আমাদের একজন সাহায্যকারীর মৃত্যু হয়েছে। খুঁটি থেকে পড়ে যাওয়ার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠনের জন্য প্রধান প্রকৌশলী বরাবর লিখছি। তদন্ত কমিটিই তদন্ত শেষে বলতে পারবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে। সে অনুসারে আমরা ব্যবস্থা নেব।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, আমাদের টিম হাসপাতালে আছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর