Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত হই: ইসি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৩৫

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, ‘রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত হই। বিষয়টা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলছি, নির্বাচন কমিশন মনে করে তফসিল ঘোষণার পরিবেশ আছে, ভোটের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।’

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে সাংবাদিকদের আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা করে তারা একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতা অনুযায়ী, আজ বিকেল ৫টায় নির্বাচন কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করবেন‌।’

তিনি আরও বলেন, “অতীতে রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনাররা জাতীয় নির্বাচনের তফসিল দিলেও এবার সিইসির সেই ভাষণ বিটিভি ও বেতারে ‘সরাসরি সম্প্রচার’ করা হবে। অতীতে কমিশন সভা শেষে ভাষণ রেকর্ড করে প্রচার করা হতো। এই প্রথমবারের মতো নির্বাচন ভবন থেকে সরাসির সম্প্রচার হব তফসিলসহ সিইসির ভাষণ।”

তফসিল ঘোষণা কেন্দ্র করে কমিশনের চারপাশে নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা তাদের অনুরোধ রেখেছি, তারা কী পরিকল্পনা নিয়েছে, তারা বলতে পারবে।’

 

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ইসি সচিব টপ নিউজ নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর