Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১২:০৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১২:২২

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গেই এখন আর সংলাপের সুযোগ নেই।’

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কোনো গণতান্ত্রিক পার্টি সংলাপ চায় না, তা হতে পারে না। তবে সেজন্যও একটা সময় আছে। আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখন আপনি সংলাপ করবেন কবে?’

ওবায়দুল কাদের আরও বলেন, “এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে। আর সেটা বেশি দূরে নয়। এমন পরিস্থিতিতে আমাদের মতো দেশে সংলাপ যদি করতে হয়। তা তো কাউকে বাদ দিয়ে করা যাবে না। সংলাপ তো এমন না যে দু’টি দলের সঙ্গেই করতে হবে। সংলাপ করলে শতাধিক দলের সঙ্গে করতে হবে। এই সময়ে কখন সংলাপ হবে কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে, সেটা একটা বিষয়।”

তাহলে বিএনপি ছাড়াই নির্বাচন হতে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাজ বিএনপি।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আরেকটা বিষয় সংলাপের বিষয়ে আমাদের সিদ্ধান্ত ছিলো পরিষ্কার। আমরা আগেও বলেছি শর্তযুক্ত কোনো সংলাপের চিন্তা ভাবনা আমরা করছিনা। তারা যে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ এসব শর্ত ত্যাগ করতে হবে। সেটা অনেক আগের কথা। সে সময় পেরিয়ে গেছে। এখন পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। সেজন্য সিদ্ধান্ত গ্রহণেও সময় বড় ফ্যাক্ট।’

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকবে না বলে শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টির কেউ কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, সেটা তাদের নিজেদের বিষয়। আমরা তাদের জোর করে টেনে আনছি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

ওবায়দুল কাদের সংলাপ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর