গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান
১৫ নভেম্বর ২০২৩ ১১:১৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৪:৩১
ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এটি গাজার সবচেয়ে বড় হাসপাতাল। খবর আলজাজিরা।
ইসরাইল জানায়, তারা হামাসের বিরুদ্ধে আল-শিফা হাসপাতালে একটি ‘অভিযান’ চালাচ্ছে। ওই হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ইসরাইলি অভিযান রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তবে গাজার এই হাসপাতালকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজায় চালানো ‘নৃশংস গণহত্যা’কে ন্যায্যতা দেওয়ার জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযোগ করছে বলেও দাবি করে সংগঠনটি।
এর আগে, মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনের কাছে ‘তথ্য’ রয়েছে, হামাস আল-শিফাসহ গাজার হাসপাতালগুলো ব্যবহার করছে। তবে বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি। তার কয়েক ঘণ্টা পরে এই অভিযান শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী।
সারাবাংলা/এনএস