ইসরাইলি হামলায় গাজায় ৩১৪১ শিক্ষার্থী, ১৩০ শিক্ষক নিহত
১৫ নভেম্বর ২০২৩ ১১:৩৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৩৭
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ৩ হাজার ১৪১ শিক্ষার্থী এবং ১৩০ জন শিক্ষক নিহত হয়েছেন।
ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (পিসিবিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ বোমাবর্ষণে তিন হাজার ১১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় পশ্চিম তীরে নিহত হয়েছেন ২৪ জন ছাত্র।
এ ছাড়া ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পশ্চিম তীর থেকে ৬৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
ইসরাইলি আগ্রাসনে ৪ হাজার ৮৩৩ শিক্ষার্থী আহত হয়েছেন যার মধ্যে গাজা উপত্যকায় আহত হয়েছেন চার হাজার ৬১৩ এবং পশ্চিম তীরে ২৫০ জন। এছাড়া ৪০৩ জন শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা ইসরাইলের বোমা হামলায় আহত হয়েছেন। এ ছাড়া ৪০ শিক্ষক এবং প্রশাসককে পশ্চিম থেকে গ্রেফতার করা হয়েছে।
ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো’র রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২৩৯টি সরকারি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে, ৪৫টি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জাতিসংঘ পরিচালিত ৪৫টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান
সারাবাংলা/ইআ