Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিসংযোগ প্রতিরোধে যাত্রীদের ছবি তোলাসহ পুলিশের ১০ নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ০৮:৩৯

ঢাকা: বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ প্রতিরোধে যাত্রীদের ছবি তুলে রাখতে মালিক শ্রমিকদের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সারাবাংলাকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা মালিক শ্রমিকদের বলেছি তারা যেন যাত্রীদের ছবি তুলে রাখে। সংশ্লিষ্ট এলাকায় ডিউটিরত পুলিশ সদস্যরাও চাইলে সন্দেহজনক গাড়িগুলোতে যাত্রীদের ছবি বা ভিডিও করতে পারবে। এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছি।’

ডিএমপির নির্দেশনাগুলো হলো:

১। স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।
২। স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না।
৩। বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে।
৪। রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
৫। চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না।
৬। ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
৭। সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না।
৮। রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও পাহারার ব্যবস্থা করতে হবে।
৯। বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা দিতে হবে।
১০। এছাড়া যাত্রীদের জন্য সতর্কতামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

সারাবাংলা/ইউজে/এমও

অগ্নিসংযোগ প্রতিরোধ পুলিশ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর