Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ২২:০৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ২৩:১৯

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এসময় জি এম কাদের একাই ছিলেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির সঙ্গে জিএম কাদেরের সাক্ষাতের বিষয়টি স্বীকার করে দলটির কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা বলেন, ‘রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে আমাদের দলের চেয়ারম্যান বঙ্গভবনে গিয়েছেন। যেহেতু সামনে নির্বাচনের তফসিল, এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে ঠিক কী বিষয়ে আলোচনা হবে তা আমি বলতে পারব না।’

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সিনিয়র নেতা এ প্রসঙ্গে বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাত। তিনি (রাষ্ট্রপতি) জি এম কাদেরকে চা আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্টির চেয়ারম্যান আমন্ত্রণ গ্রহণ করেছেন। এর বাইরে অন্য কিছু নয়।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের এই স্বাক্ষাতকার পর্ব অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জাতীয় পার্টি। জি এম কাদের রাষ্ট্রপতিকে এ বিষয়টিই অবহিত করতে পরেন। এরবাইরে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরাজমান সঙ্কট থেকে উত্তোরণে সংলাপের উদ্যোগ নিয়ে কথা হতে পারে তাদের মধ্যে।

সারাবাংলা/এএইচএইচ/একে

জি এম কাদের টপ নিউজ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর