Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিলকে স্বাগত জানাতে রাজপথে থাকবে আওয়ামী লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ২০:০২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ২২:১৬

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটিকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার পাশাপাথি রাজপথে সতর্ক পাহারায় থাকার সিদ্ধান্ত নিয়েছে টানা মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার (১৫ নভেম্বর) জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। এ বিষয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধানমিন্ডতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এক রুদ্ধদ্বার বৈঠকে দলটির কেন্দ্রীয় নেতারা তফসিলকে স্বাগত জানাতে ও রাজপথে থাকার সিদ্ধান্ত নেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর কবির নানক, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের কমিশন সভা বসবে বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায়। এই সভাতেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল এবং তফসিল ঘোষণার বাকি বিষয়গুলো চূড়ান্ত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কমিশন সভার পরই সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, ঘোষিত তফসিলকে কেন্দ্র করে নির্বাচনবিরোধী কোনো অপশক্তি যাতে অরাজকতা করতে না পারে সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি’র ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি সতর্ক পাহারায় থাকার সিদ্ধান্ত হয়। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ এবং সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলেরও সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ তফসিল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর