Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৭:৫৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৮:৩৮

ঢাকা: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আরও বাড়াতে দাবিতে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমকি সংগঠন। ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা নাকচ করে ২৩-২৫ হাজার টাকা বেতন দাবি করেন সংগঠনগুলোর নেতারা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও সেগুনবাগিচা এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে দেখা গেছে। জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিজ্ঞাপন

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘রাষ্ট্র ও বর্তমান ক্ষমতাসীন সরকার গার্মেন্টস শ্রমিক হত্যার দায় এড়িয়ে যেতে পারে না, এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে। অন্যায্য-অমানবিক মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো নূন্যতম মজুরি দিতে হবে। রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে জাতীয় সংসদসহ সকল স্তরে শ্রমিক শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতিনিধি দিতে হবে।’

জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন— জেএসডি কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ, ডব্লিউ এফ টি এ প্রধান সম্বয়ক ও বাংলাদেশের শ্রমিক জোট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল খান, জেএসডির দফতর সম্পাদক কামরুল আহসান অপু, সমাজতান্ত্রিক শ্রমিক জোট সহ-সভাপতি এম আউয়াল, শ্রমিক জোট দফতর সম্পাদক এস এম ওমর ফারুক সেলিম, প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দিন, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি কেন্দ্রীয় নেতা নুরুল আমিন, ঢাকা মহানগর শ্রমিক জোট নেতা এস এম মনিরুজ্জামান মনির, মঈনূল আলম রাজু, সাহাবুদ্দিন মল্লিক শ্রমিক নেত্রী আরসিয়া সাঈদ খান ও মাসুদ রানা প্রমুখ।

বিজ্ঞাপন

মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিক শ্রেণির মুক্তিযুদ্ধে সফলতা এসেছে, আজকে ভাবতে অবাক হই এইভাবে একটি স্বাধীনদেশে বিনাউস্কানি গুলিতে শ্রমিক হত্যার শিকার হতে হয়।’

বাদল খান বলেন, ‘শিল্পকারখানার মালিকরা শ্রমিকদেরকে কৃতদাস মনে করেন।’ শ্রমিক জোট সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু বলেন, ‘রাষ্ট্রীয় নীতিনির্ধারণে শ্রমিক ও শ্রমজীবী মানুষের প্রতিনিধি হতে পারে না। অভিলম্বে জাতীয় সংসদে শ্রমিকদের প্রতিনিধি দিতে হবে।’

মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা অতিদ্রুত প্রত্যাহার করে ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানান সংগঠনের নেতারা। গার্মেন্টস কারখানার শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। সমাবেশ শেযে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে, ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি বাতিল করে তা ২৩ হাজার টাকা ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংগঠনটির নেতারা ৪ শ্রমিক হত্যার বিচায় চেয়ে স্লোগান দেয়। নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। দুপুরে সংগঠনটির নেতাদের রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের রাস্তায় মিছিল করতে দেখা গেছে।

সারাবাংলা/ইএইচটি/এনএস

২৫ হাজার টাকা মজুরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ শ্রমিক বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর