Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ট্রাকের চাকা খুলে মোটরসাইকেলে ধাক্কা, একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৬:৫৯

ঝিনাইদহ: ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকা খুলে ধাক্কা লাগায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে ট্রাকে করে ১৬টি গরু বোঝাই করে ফরিদপুর জেলায় যাচ্ছিলাম। পথের মধ্যে নগরবাথান বাজারের পশ্চিম পাশে পৌঁছলে ট্রাকের পেছনের ডানপাশের চাকা খুলে যায়। এ সময় মোটরসাইকেলযোগে আরোহীরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ট্রাকের খুলে যাওয়া চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরও একজন আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/একে

চলন্ত ট্রাক মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর