Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল নিয়ে বিস্তারিত জানানো হবে বুধবার: ইসি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৫:৪৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৭:২০

ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দুইটায় ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়ে আসছে।

১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।

বরাবরই প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতিকে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।

এবার কি তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০ টায় জানিয়ে দেব।

সারাবাংলা/জিএস/এনইউ

ইসি সচিব জাতীয়-নির্বাচন তফসিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর