Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী ব্যাংকের ৯০ লাখ টাকা আত্মসাৎ, ২ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৫:১৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৫:২১

ঢাকা: ৯০ লাখ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আনিছুর রহমান সরকার ও প্রাইম ব্যাংক মতিঝিল শাখার জুনিয়র অফিসার মির্জা কামরুল হাসানকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা থেকে এই টাকা অত্মসাত করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আনিছুর রহমান সরকারকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি প্রাইম ব্যাংক মতিঝিল শাখার জুনিয়র অফিসার মির্জা কামরুল হাসানকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকেও আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ভুয়া প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা থেকে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

অভিযোগে বলা হয়, সোনালী ব্যাংক লোকাল অফিসের গ্রাহক বেলহাছা একম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের হিসাব হতে মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামীয় অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে আসামিরা পরষ্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতি করে ৯০ লাখ টাকা আত্মসাৎ করেন।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কমিশনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এরপর চার্জগঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

৯০ লাখ টাকা আত্মসাৎ টপ নিউজ প্রাইম ব্যাংক সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর