Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুই-একদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১১:৩৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৩:১৫

ঢাকা: দুই একদিনের মধ্যেই নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে। হয়ত দুই-একদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনি তারিখ সময় ও ঘোষণা করবেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য স্থির করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই ২০২১ সালের মধ্যে আমাদের নির্বাচনি ইশতেহার আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এখন সামনে আমাদের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসাবে আমরা অনেক সুবিধা পাব। আবারও অনেক ক্ষেত্রে স্বল্পোন্নত দেশের সুবিধাগুলি আমরা পাব না। কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে সেই সুবিধাগুলি গ্রহণ করে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার গণভবন প্রান্তে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সারাবাংলা/এনআর/ইআ

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর