Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ২১:১৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ০০:৩৫

ঢাকা: গেল ২০২২-২০২৩ অর্থবছরে নির্মাণ কাজ শেষ করা ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন করা হচ্ছে মঙ্গলবার (১৪ নভেম্বর)। এদিন সকাল ১০টায় গণভবন থেকে এসকল প্রতিষ্ঠানের ভবনগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন হতে যাওয়া ভবনগুলোর মধ্যে আরও রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ১৫-তলা বিশিষ্ট প্রধান কার্যালয় এবং কক্সবাজারে ১০ তলা বিশিষ্ট লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং ৪টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) এর নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম। এরমধ্যে প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৬ লাখের বেশি শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশিজন নবনির্মিত এ বিদ্যালয়সমূহের সুবিধা পাবেন; নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয় ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। প্রায় ১ লাখ ৭৮ হাজার বর্গফুট বিশিষ্ট ভবনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রধান কার্যালয়ে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দফতর হিসেবে ব্যবহৃত হবে এবং এর মাধ্যমে মাঠ পর্যায়ে ৪ লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সেবা প্রদান করা সম্ভব হবে; বেইজমেন্ট ও ক্যাম্পাসে ৪৪টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারে লিডারশিপ ট্রেনিং সেন্টার ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৬৩ কোটি টাকা। সেখানে প্রায় ১ লাখ ১৪ হাজার বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিকমানের আধুনিক ট্রেনিং সেন্টারটি নির্মিত হয়েছে। নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণের জন্য চাহিদাভিত্তিক, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে; প্রতি ভবনে ১৬০ জন প্রশিক্ষণার্থীর (৮০ জন পুরুষ ও ৮০ জন মহিলা) আবাসনের সুব্যবস্থাসহ প্রশিক্ষণের আধুনিক সব সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। ৪টি পিটিআই এ মাল্টিপারপাস অডিটোরিয়াম নির্মাণে (সিলেট, বরিশাল, রংপুর ও যশোর) ব্যয় হয়েছে প্রায় ৪৩ কোটি টাকা। ৪টি পিটিআই এ আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম নির্মিত হয়েছে। ৩৫০ আসন বিশিষ্ট প্রতিটি অডিটোরিয়ামে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণসহ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, প্রত্যেক পিটিআই এ প্রতি বছর ২ শতাধিক প্রশিক্ষণার্থী দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। এছাড়াও, সেখানে বিভিন্ন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পরিচালিত হয়।

সারাবাংলা/জেআর/একে

উদ্বোধন টপ নিউজ প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয় শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর