Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৪০

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ২০:৫৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ২২:২৭

ঢাকা: রোববার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আট জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মাঝে ঢাকায় দুইজন আর ঢাকার বাইরে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৮৪ জন।

এছাড়াও ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৭৪৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪১০ জন।

বিজ্ঞাপন

এ নিয়ে এখন পর্যন্ত দেশে দুই লাখ ৯৩ হাজার ৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এক লাখ তিন হাজার ৯০৮ জন। এক লাখ ৮৯ হাজার ৬৬৪ জন ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৮৬ হাজার ৭১ জন। এর মাঝে ঢাকায় এক লাখ এক হাজার ৪৯৮ এবং ঢাকার বাইরে এক লাখ ৮৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনইউ

আক্রান্ত ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর