Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার জাবির নতুন ৬ হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাবি করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ২০:৫২

ঢাকা: অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ছয়টি আবাসিক হল এবং পূর্বে নির্মিত ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল দশটায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করা হবে। হলগুলো উদ্বোধনের ফলে শিক্ষার্থীরা আবাসিক সুবিধা পাবে। পাশাপাশি ‘গণরুম’ সংস্কৃতি বিলোপ হবে এবং বিশ্ববিদ্যালয় আবাসিক চরিত্র ফিরে পাবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আবাসনকে গুরুত্ব দিয়েছি। আগামীকালের উদ্বোধনের মাধ্যমে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার, প্রতিটি শিক্ষার্থী পাবে তার নিজের হলে আবাসিক সুবিধা এবং শিক্ষা ও গবেষণার অসাধারণ পরিবেশ।’

আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের ৩টি হলের নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। ছেলেদের ৩টি হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।

সারাবাংলা/একে

ছয় হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর