কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা: বিজিএমইএ
১৩ নভেম্বর ২০২৩ ২০:৩২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ২২:১৬
ঢাকা: বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুরের প্রায় সব পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর শ্রমিকরা কাজে ফিরেছেন।
সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজিএমইএ-এর আহবানে সাড়া দিয়ে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার শ্রমিক ভাইবোন, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশ, গনমাধ্যমের কর্মীরা বলেছেন যে উল্লেখিত এলাকা দু’টির শ্রমিক ভাইবোনেরা কারখানায় কাজ করতে চায়। সে কারণে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় তিনটি পোশাক কারখানা বাদে সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার তিনটি পোশাক কারখানার শ্রমিক ভাইবোনদের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকরা কাজ করতে চাইলে কারখানাগুলো খুলে দেওয়া হবে।
তৈরি পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশুলিয়া ও মিরপুরের প্রায় ৯৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এই কারখানাগুলোতেও আলোচনা চলছে। শ্রমিক ভাইবোনরা কাজ করতে চাইলে, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে। এছাড়া পোশাক শিল্প অধ্যুষিত অন্যান্য এলাকাসমূহ যেমন- টঙ্গী, গাজীপুর, শ্রিপুর, মাওনা, ময়মনসিংহ, সাভার, ইপিজেড, নারায়ননগঞ্জ, ডিএমপি, চট্রগ্রামসহ বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোর সকল পোশাক কারখানা খোলা রয়েছে এবং সুষ্ঠু শ্রম পরিস্থিতি বজায় রয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এনইউ