জাপা চেয়ারম্যানের সঙ্গে পিটার হাসের বৈঠক
১৩ নভেম্বর ২০২৩ ১৭:৫২
ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাপার সঙ্গে পিটার হাসের এই বৈঠক গুরুত্ববহন করছে।
সোমবার (১৩ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বৈঠক বিষয়ে জানান, দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু লিখিত চিঠি নিয়ে আসেন পিটার হাস। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দিয়েছেন।
তবে চিঠিতে কী আছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।
তবে এ বিষয়ে দলটির একজন শীর্ষ নেতা জানান, জিএম কাদের সাহেব কয়েকদিন আগে বলেছিলেন তিনি নির্বাচনে অংশ করবেন না। আবার বলছেন, তিনি তার দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। চিঠিতে হয়ত নির্বাচনে যাওয়া না যাওয়া সম্পর্কে কোনো একটি দিক নির্দেশনা দিয়েছেন মার্কিন মন্ত্রী।
সারাবাংলা/এএইচএইচ/একে
জাতীয় পার্টি জি এম কাদের টপ নিউজ পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত