Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিলের জন্য অপেক্ষা করতে বললেন ইসি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৬:৫১

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের জন্য অপেক্ষা করতে বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, কমিশন বলেছে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু এখনও সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

এদিকে, নভেম্বরের প্রথমার্ধের আর মাত্র দুইদিন বাকি রয়েছে। সেই ক্ষেত্রে চলতি সপ্তাহে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার পর পরবর্তী ৫ বছরের আগের ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হবে। সেই হিসাবে গত ৩১ অক্টোবর থেকে ৯০ দিনের নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের আইনী বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এতে ভোটকক্ষ রয়েছে দুই লাখ ৬০ হাজারের মতো।

সারাবাংলা/জিএস/এনইউ

ইসি টপ নিউজ তফসিল সচিব

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর