Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ সফল করতে রাজধানীতে বিএনপির মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৪:৫৫

ঢাকা: চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে এসব মিছিলে বিএনপির শীর্ষ কোনো নেতাকে দেখা যায়নি। এমনকি নিয়মিত মাঠে থাকা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত কোথাও দেখা যায়নি।

সোমবার দুপুরে ঢাকা মহানগর (জোন-৮, শ্যামপুর-কদমতলী থানা) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোলাইপাড় থেকে মিছিল বের করে। মিছিলটি দয়াগঞ্জ মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিএনপির অভিযোগ, এ ঘটনায় দলটির তিনজন নেতা-কর্মী আহত হন এবং তিনজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাছির আহমেদ মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আল আমিন মৃধা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়াসহ অনেকে।

এর আগে, সকালের দিকে রাজধানীর শ্যামলী-শিশুমেলা সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নেতা রাম পাল, বর্তমান সহ-সভাপতি মো. আরিফুল হক, মো. জামিল হোসেন ও মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, হাফিজুর রহমান লিটন, ইডেন মহিলা কলেজের আহ্বায়ক রেহেনা আক্তার শিরিন, সাবেক ছাত্রদল কর্মী তানিয়া আক্তার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী সরকারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

দুপুরের দিকে সচিবালয়সংলগ্ন তোপখানা রোড থেকে পুরানা পল্টন অভিমুখে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল শেষে রাস্তায় বসে অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় সচিবালয়ের পাশ থেকে পুলিশ ও সাদা পোশাকের ডিবি সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. আকরাম হোসেন টোটন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ উল্লাহসহ অনেকে।

এছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে সকালে গুলশান এলাকায় পিকেটিং করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়।

সারাবাংলা/এজেড/এমও

অবরোধ টপ নিউজ বিএনপির মিছিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর