Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৪:৪৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৫:৪৮

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন- নিহত শিশুর মা কুলসুমসহ আরও তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জে আসার পথে একটি সিএনজির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দাদন সরকার ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, নিহত দুইজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর