Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৩:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৪:৫৬

খুলনা: খুলনায় প্রধানমন্ত্রীর বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে।

সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

এদিন, দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করা হয়। এখন জনসভায় বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা।


খুলনা বিভাগীয় মহাসমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে খুলনা।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। পরে চলতি বছরের ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনা এসেছিলেন তিনি।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা: তিন ঘাটে চলছে ১০ ফেরি
প্রধানমন্ত্রীর জনসভায় যাতায়াতে চলছে ১০ জোড়া স্পেশাল ট্রেন

সারাবাংলা/এমও

মানুষের ঢল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর