Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেক দামে খোলা ট্রাকে বিক্রি হবে তেল-ডাল, আলু-পেঁয়াজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১২:৫২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৩:১৬

ঢাকা: স্বল্প আয়ের মানুষের জন্য খোলা ট্রাকে তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে সরকার। আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকায় এসব পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘আপাতত সপ্তাহে পাঁচ দিন এসব পণ্য বিক্রি করা হবে।’

সোমবার (১৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভেক্তাদের স্বস্তি দিতে টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ৪টি পণ্য ট্রাকসেলে বিক্রি করা হবে। পণ্যগুলো হচ্ছে, মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ।’

বিজ্ঞাপন

এসব পণ্য বর্তমান বাজারমূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে মিলবে। খোলা ট্রাক থেকে ৬০ টাকা কেজিতে ডাল, ৩০ টাকায় আলু ও ৫০ টাকা কেজিতে পেঁয়াজ এবং ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করা হবে।

মঙ্গলবার থেকে খোলা ট্রাকে করে নিত্যপণ্য বিক্রি করা হবে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ‘যে কেউ এসব পণ্য কিনতে পারবেন। আমরা এসব পণ্যের সংগ্রহ বাড়াতে পারলে বিক্রির আওতাও বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে এসব পণ্য দেওয়া হবে। ৩০০ জন যাতে পণ্য পায় এমন পণ্য প্রত্যেকটি ট্রাকে থাকবে।’

তবে আপাতত শুক্র ও শনিবার ঢাকায় খোলা ট্রাক থেকে পণ্য বিক্রি বন্ধ থাকবে জানিয়ে তপন কান্তি বলেন, ‘পরবর্তীতে সব দিনই এই কর্মসূচি চলবে। একেক দিন ঢাকার একেক স্পটে এসব পণ্য বিক্রি করা হবে।’

বৈশ্বিক অবস্থা ও ডলারের বিনিময় হারের দাম বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম বেড়েছে বলে দাবি করেন বাণিজ্য সচিব। তবে বাজার স্থিতিশীল রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘১০ হাজার ৯৫ টন আলু আমদানি হয়েছে। ২ লাখ টন আলুর আইপি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ২৫ কোটি ডিম অনুমোদন দেওয়া হয়েছে, ৬২ হাজার পিস ডিম আমদানি হয়েছে। আমাদের উদ্দেশ্য ডিম আমদানি না, ডিমের দাম কমানো। দাম করে গেলে আমদানি কম হলেও অসুবিধা নেই। তবে বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আলু ও ডিম আমদানি হবে।’

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব বলেন, ‘ডিম ও আলু আমদানি হওয়ায় উল্লেখযোগ্য ফল আমরা পেয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা গেছে, কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজিতে আলু বিক্রি হবে। জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে কোল্ডস্টোরেজ থেকে আলু বের হবে।’

টিসিবি কার্ডধারীদের এখন আলু দেওয়া হবে না জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ‘কারণ জেলা প্রশাসকরা সোমবার থেকে সরকারি দাম অর্থাৎ ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি নিশ্চিত করবে। তেল, ডাল, আলু এসব পণ্য আমদানি করতে যেন ডলারের সমস্যা না হয় সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/জেআর/এমও

আলু ও পেঁয়াজ ডাল তেল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর