বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১১:১৯
১৩ নভেম্বর ২০২৩ ১১:১৯
ঢাকা: যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের এক নেতাকে আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতার ওই নেতা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
সোমবার (১৩ নভেম্বর) সকালে র্যাব সদর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। গতকাল রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত চলবে।
সারাবাংলা/ইউজে/এমও