Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩ ০৮:৪৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১০:৪১

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে একটি নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে এটি রিফুয়েলিং করা হচ্ছিল। এসময় দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা সদস্য নিহত হন।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর অঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে। তবে সামরিক বিবৃতিতে হেলিকপ্টারটি কোন জায়গা থেকে উড়েছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। খবর: বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীর সদস্যরা প্রতিদিন দেশের জন্য তাদের জীবনকে বাজি রাখছে। আমরা আজ এবং প্রতিদিন নিহত যোদ্ধা ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।’

সারাবাংলা/এমও

ভূমধ্যসাগর মার্কিন সেনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর