Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩ ০৮:২৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আম্মান পরিচালিত ফিল্ড হাসপাতালের জন্য বিমান থেকে ত্রাণ ফেলেছে জর্ডান। জর্ডানের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে।

দ্বিতীয়বারের মতো প্যারাসুট ব্যবহার করে এসব ত্রাণ গাজায় ফেলা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা অভিযান শুরু করে। ইসরাইলের বর্বর এ অভিযান অব্যাহতভাবে চলছে।

গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার ভেতর বহু রোগী ও চিকিৎসাকর্মী আটকা পড়েছেন। হাসপাতালের পাশের রাস্তায় ইসরাইলি সেনা ও হামাসের মধ্যে ভয়ংকর লড়াই চলছে। এতে হাসপাতালটি অচল হয়ে পড়ে।

সারাবাংলা/এমও

গাঁজা জর্ডান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর